আমি আমার স্ত্রী কে অনেক ভালোবাসি কিন্তুু স্ত্রীকে শারিরীকভাবে যেমন করে চাই সে তেমন করে পারে না, বলতে গেলে অনেক দুর্বল এ ক্ষেত্রে আমার করণীয় কী?

1 Answers   10 K

Answered 2 years ago

আপনার প্রশ্নে দূর্বলতা কার এটা পরিষ্কার নয়। তবে সমাধান দেওয়া যেতে পারে।

    স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করুন। সমস্যাটা কেন হচ্ছে এবং এর সমাধান কি এই বিষয়ে সিদ্ধান্তে আসুন। "এটা তোমার দোষ, তোমার ব্যর্থতা।" এই ধরনের কথা কখনোই বলবেন না।
    সমস্যাটা যদি আপনার হয় তাহলে নিজের স্বার্থ পরিহার করুন। আমি বলতে চাচ্ছি আপনি যেভাবে খুশি হন সেটা না করে আপনার স্ত্রী যেভাবে খুশি হয় সেটা করুন। আপনার স্ত্রীকে ও একই কাজ করতে বলুন। আপনি যে কাজগুলো করলে আপনার স্ত্রী খুশি হয় সে কাজগুলো করুন। আপনার স্ত্রীকেও বলুন আপনার পছন্দের কাজগুলো করতে (শারীরিক)। কারো কাছ থেকে কিছু আশা করতে হলে নিজে থেকেও কিছু দিতে হয়। নিজস্বার্থ পরিত্যাগ করে তার স্বার্থের দিকে খেয়াল রাখুন দেখবেন সেও আপনার স্বার্থের দিকে খেয়াল রাখতে শুরু করেছে।
    সমস্যাগুলো অন্যকে বলার আগে আল্লাহকে খুলে বলুন এবং সমাধান প্রার্থনা করুন। আমরা অন্যকে সমস্যার কথা খুলে বলতে পারি কিন্তু আল্লাহর কাছে খুলে বলতে পারিনা। এটা অনেক বড় একটি ব্যর্থতা।

আপনার চাওয়া পুরন হোক।

Rafid
Rafid
305 Points

Popular Questions