আমি আমার প্রাক্তন কে ছেরে দিয়ে মা-বাবা পরিবারের সম্মতি তে বিয়ে করেছি আমার প্রাক্তন আমাকে অনেক ভালবাসত তার কথা অনেক মনে পরে তাকে অনেক কস্ট দিয়েছি। কী করব? এখন কি প্রাক্তন কে বিয়ে করে নেব?

1 Answers   7.6 K

Answered 2 years ago

বিয়ে করাটা খুব মজার কাজ ,তাইনা?? বাচ্চাদের চকলেট দিয়ে ভোলানোর মতো !!!বিয়ে করলে আগেই করা দরকার ছিলো |প্রাক্তন ই আপনাকে ভালোবাসতো ,আপনি নন |নাহলে একটা ছেলে কাউকে সত্যিকারের ভালোবাসলে তার জন্য প্রাণ ত্যাগ ও করতে পারে |আপনি তার ভালোবাসার যোগ্য নন বলেই বিধাতা আপনার কাছ থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়েছে |

এখন যা করবেন —

বর্তমান স্ত্রীকে সম্মান আর সময় দিবেন |খামোখা প্রাক্তনের জন্য তার অধিকার নষ্ট করবেননা |এই মেয়েটি কি দোষ করেছে ?

প্রাক্তনের সাথে কোনো যোগাযোগ করবেন না যতই মনে পড়ুক |তাকে আগেই অনেক অসম্মান করেছেন ,কষ্ট দিয়েছেন| এবার প্লিজ থামুন| যে একবার সম্মান নষ্ট করে সে বার বার ই করে |আপনিও তাই করেছেন |এখন আপনি তাকে একশো বার বিয়ে করলেও তাকে আরেকজনের বিবাহিত স্বামীকে বিয়ে করতে হবে কথাটি মাথায় রাখুন |কোনো সুস্থ মেয়ে অন্য মেয়ের সংসার ভাঙবেনা |

নিজের কাজে ও পরিবারে মনোযোগ দিবেন |বর্তমান ও ভবিষ্যতের জন্য নিজেকে শোধরাবেন |আবেগ নয় ,বিবেক দিয়ে পরিস্থিতি সামলাবেন|

Ahmed Bee
ahmedbee
248 Points

Popular Questions