আমি অবিবাহিত, বিবাহিত মেয়েকে ভালোবেসে ফেলেছি,সেও আমাকে ভালোবাসে, তার আগের স্বামীর বয়স অনেক, তাই আমরা ২জনে বিয়ে করতে চাচ্ছি, এটা করা কি ঠিক হবে? এখন কী করবো?

1 Answers   12.2 K

Answered 2 years ago

মনে করুন এই প্রশ্নটি আপনার নয়, অন্য কারও। এই নারীর সন্তান আপনি। এখন, আপনার পিতা এই বয়স্ক লোক। কি করবেন আপনি? কেমন লাগবে আপনার? কতটা যুক্তিযুক্ত? আপনার মা - কে কি ঐ লোকটির সাথে বিয়ে দিবেন? আবার ধরুন, এই বয়স্ক লোকটি আপনি, এখন ঐ নারী আপনার স্ত্রী। আপনাদের সন্তানও আছে। এখনঃ আপনি কি আপনার স্ত্রীর এমন কাজকে সমর্থন করবেন? আপনার সন্তানদের কি হবে? আর বিবাহিত একজন নারীর দিকে হাত বাড়ানো মহা অন্যায়। এমন করলে আপনিও একদিন বয়স্ক হবেন, বাদ দেন বয়স্ক হওয়া; আপনার থেকে বেশি টাকাওয়ালা, কম বয়স্ক কেউ আপনার বিবাহিত স্ত্রীকে নিয়ে গেলে কি করবেন? প্রশ্নগুলা রইল, আশা করি উত্তর দিবেন।
Aysha Khatun
ayshakhatun
201 Points

Popular Questions