আমি অনলাইনে কাপড়ের ব্যবসা আর খাবার দ্রব্য নিয়ে কাজ করতে চাই। কিন্তু কিভাবে করবো?
0
0
1 Answers
11 K
0
Answered
2 years ago
১.কিছু ব্যাবসায়ী পেজ ফলো দিয়ে রাখবেন
২.অনলাইনে সফলব্যাবসায়ীদের সাথে যোগাযোগ রেখে তাদের সহযোগীতা নিবেন।
৩.ঐসবপেজগুলোতে এ্যাড দিবেন
ক::::কাপড়ের ছবি ও মুল্য লিখে দিবেন
খ.:::গুনাগুন বর্ননা করবেন ও গুনাগুনের বিপরীত হলে গ্যারান্টি ওয়ারান্টি আপনার সাধ্যে যেটা আছে সেটার নিশ্চয়তা দিবেন।
গ..::::কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে হবে সেটাও বলে দিবেন
ঘ:::হোমডেলিভারির ব্যাবস্থা নিশ্চিত করবেন
৪.এবং নিজ পেজেও প্রচার করবেন এবং পেজে পর্যাপ্ত ফলোয়ার থাকলে বুস্ট করবেন।
৫.অর্ডার আসলে আগ্রহ উদ্বিপনার সাথে কাজ আন্জাম দিবেন।
৬.কাস্টমার কোন যৌক্তিক অভিযোগ করলে সেটা সলভ করার চেষ্টা করবেন
talhasetu publisher