আমার ২টা বাচ্চা ৬মাসে এবরশন হয়ছে, এখন আবার ২সপ্তাহের গর্ভবতী, প্রতিদিন কিছু সময় পর পর বেশি মাথা ব্যথা করে, এখন করণীয় কী?

1 Answers   14 K

Answered 2 years ago

মহোদয়া, আপনাকে ডাক্তারি পরিভাষায় বলা চলে 'A case of bad obstetric history', অতএব আপনাকে সরাসরি পরীক্ষা না করে আপনার কী করণীয় তা বলা মূর্খামি হবে। আপনি সত্বর স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। প্রসঙ্গতঃ প্রথম ত্রৈমাসিকে মাথার যন্ত্রণা করাটা এমন কিছু অবাক করা ব্যাপার নয়। তার উপর, খুব সম্ভবতঃ আপনি বারংবার গর্ভপাতের কারণে রক্তাল্পতায় ভুগছেন, তাই এটা আরও স্বাভাবিক। যাই হোক, রক্তের beta hCG মাত্রা, Complete Blood Count(with haemoglobin and platelets), এবং USG of pregnancy profile এই তিনটি পরীক্ষার report নিয়ে আপনি স্ত্রীরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হন।

Rofik Ahmed
rofiqahmed
301 Points

Popular Questions