আমার ১৩ বছর বয়সী কাজিন (মেয়ে) ফেক আইডি থেকে আমাকে আজেবাজে মেসেজ দেয়। আমার কি এই ব্যাপারটা তার মা-বাবার কাছে জানানো উচিত?
0
0
1 Answers
4.5 K
0
Answered
1 year ago
আপনারে আর কি পরামর্শ দিবো.?আমি নিজেই এই ধরনের মেসেজের শিকার। যদিও কোনো আজে বাজে মেসেজ না।নরমাল চ্যাটিং যেমন হয়।কেমন আছি,কি করি,খাইছি কিনা ইত্যাদি জিজ্ঞেস করে। আমার চাচাতো ভাই এর শালী(আমার বিয়াইন)এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
এটা থেকে বাচার একটা সহজ উপায় আছে,আর সেটা হচ্ছে মেসেজ দিলে রিপ্লাই না দেয়া রিপ্লাই দিলেও সেটা যেনো অন্য ধরনের হয়।যেটা কথা বলার দিকে এগোই না।কথার তেমন সুন্দর উত্তর দিবেন না।তাতে করে সে মেসেজ দেয়ার অনুভূতি হারিয়ে ফেলবে, আর মেসেজ দিবে না।আবার কয়েকদিন পরে মেসেজ দিলে আবার এমন করেই ইগনোর করবেন।আস্তে আস্তে সে মেসেজ দেয়া বন্ধ করে দিবে।
আমিও এটা করি।মেসেজের রিপ্লাই দিতে চাই না,দেড়ি করি।সঠিক রিপ্লাই দেই না।পড়ালেখা বিষয় প্রশ্ন করি করি।আর সবাই পড়াশোনা ভয় পায়😎
এই পদ্ধতি এপ্লাই করেন সফল হবেন।আর মেয়ের বাবা মাকে জানায়েন না,উলটা আপনার নামেই বদনাম ছড়াবে।লাভের চাইতে ক্ষতিই বেশি হবে।মেয়ে মানুষ সহজে বিশ্বাস করা ঠিক না।সবাই মেয়েদের কথাই বিশ্বাস করে।
Irin Islam publisher