আমার হবু বউ বিয়ের আগে আমাকে বয়ফ্রেন্ড হিসেবে কিছুদিনের জন্য চায়। যেমন বাহিরে ঘুরতে যাওয়া, একসাথে ফুচকা খাওয়া, ইত্যাদি। ব্যাপারটা আমার কী ভাবে নেওয়া উচিৎ?

1 Answers   8.7 K

Answered 1 year ago

এটা স্বাভাবিক বিষয়, দুইজনের জন্যই ভালো যেন বড় সিদ্ধান্ত ভুল না হয়। হুটহাট করে বিয়ে করা উচিত না। কমপক্ষ্যে ১ বছর তাকে চিনেন জানেন তারপর এগুতে পারেন। আর যদি আপনি মনে করেন যেমন তেমন একজনকে স্ত্রী হিসেবে পেলেই যথেষ্ঠ তাহলে এত ঝামেলায় না গিয়ে যে সরাসরি বিয়ে করবে তাকে বিয়ে করে ফেলেন। অনেকে আমার সাথে একমত নাও হতে পারে, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থাই এভাবে গড়ে উঠেছে, এখন আপনার উপর সম্পূর্ণ নির্ভর করে, স্রোতের দিকে যাবেন নাকি বিপরীত দিকে যাবেন।
Ashik Afsar
ashikafser
391 Points

Popular Questions