আমার স্বামী খুব সরল এবং ভালোমানুষ। কিন্তু আমি অনুভব করি যে আমার প্রতি ওর টান নেই। ভালোবাসার ভান করে মাত্র। ভালো ব্যবহার করে তার স্বভাবতই, আমার কী করা উচিত?
0
0
1 Answers
3.9 K
0
Answered
2 years ago
শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে, আপনারা খুবই সুখে আছেন এবং এই সুখ শয়তানের সহ্য হচ্ছে না। আপনার স্বামী খুবই সরল এবং ভালোমানুষ, সাথে ভালো ব্যবহার তার স্বভাবজাত অভ্যাস। এরকম বৈশিষ্ঠের কোন মানুষ কখনোই অভিনয় করতে পারে না। এরকম মানুষ কখনোই তার স্ত্রীকে ভালো না বেসে পারে না। যারা সত্যিকারে কাউকে আন্তরিকভাবে ভালোবাসে তারা সাধারণত মুখে তা প্রকাশ করে না। কাজে প্রমাণ করে দেয়।
আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে আপনি খুবই সৌভাগ্যবান এরকম একটা স্বামী পেয়েছেন। খুব কম মানুষই এ রকম ব্যবহারের হয় আর খুব কম নারীরাই এরকম স্বামী পায়। আপনার কোন ভুল সিদ্ধান্তের কারণে নিজের সর্বনাশ নিজে ডেকে আনবেন না।
মনে রাখবেন, শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, স্বামী-স্ত্রীর মাঝে সন্দেহ ঢুকিয়ে দিতে পারলে আর তার পরিনতি হয় বিবাহ বিচ্ছেদের মাধ্যমে। কারণ এরকম করতে পারলেই সমাজে যেনা-ব্যবিচার বেড়ে যাবে। সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়ে সমাজ কলুষিত হবে। আপনি এ সুযোগটা শয়তানকে দেয়ার চেষ্টাও করবেন না।
আপনি নিশ্চিত থাকুন, আপনি একজন ভাগ্যবতী নারী, যে একজন সত্যিকারের পুরুষ পেয়েছেন।
firozhossain55 publisher