আমার স্বামী আমাকে খুব ভালোবাসে কিন্তু সে ছোট ছোট কারন নিয়ে খুব রাগ করে। আমি সবটা মেনেও নি কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট লাগে, এখন আমার কী করা উচিত?

1 Answers   4.4 K

Answered 2 years ago

আপনার স্বামী খুব ভালোবাসে। এইটা একটা খুব ভালো দিক।
ছোট ছোট কারণ নিয়ে খুব রাগ করে। এখন আপনাকে বুঝতে হবে ছোট কারণ গুলো অযৌক্তিক কিনা? সেই ছোট কারণগুলো আপনার ভুল কিনা? মানে এমন কিনা? যা অন্য কেউ আপনার সামনে করলে আপনি ছোট করে হলেও বকে দিতেন।
যদি তেমন কিছু না হয়। তাহলে আপনি অবশ্যই মেনে নিবেন না। মেনে না নেয়া মানে খারাপ আচরণ নয়। তার মাথার চুলে হাত বুলিয়ে গল্প করার সময় বলুন। তাকে বোঝাতে চেষ্টা করুন। তার আচরণে কষ্ট পাচ্ছেন। এই খুব ভালোবাসার সম্পর্কটা আরো খুব খুব ভালোবাসার স্তরে নিয়ে আপনাদের দুজনকেই সহনীয়, সহমর্মি হতে হবে।

Khadiza
khadiza
262 Points

Popular Questions