আমার স্ত্রী গর্ভবতী হয়েছে ১মাস হয়েছে এখন তার কোমরে অর্থাৎ কিডনির ওখানে প্রচুর ব্যথা করে এর কারণ কী? এখন পয়ন্ত ডাক্তার দেখাই নাই ডাক্তার দেখাতে হবে কি?

1 Answers   12.5 K

Answered 1 year ago

আপনি যত দ্রুত সম্ভব একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারেন। এমন সমস্যা সাধারণত শোনা যায় না। তাই আপনার একজন ডাক্তার দেখানো খুবই জরুরী। এই ধরনের সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা অত্যন্ত কার্যকরী। আপনি একজন ভাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারেন। তবে একজন ডাক্তার দেখানোর আগে যাচাই বাছাই করে নেওয়া দরকার উনি আসলেই হোমিওপ্যাথি ডাক্তার কি না। বাংলাদেশে সেরা হোমিওপ্যাথি ডাক্তারের মধ্যে ডাঃ রুহুল আমিন সেরা। উনার চেম্বারের নাম আমিন হোমিও চেম্বার। উনি অনেক অভিজ্ঞ এবং রেজিস্টার্ড ডাক্তার। উনি ক্যান্সার, টিউমার, জন্ডিস, ডাইয়াবেটিস, যেকোনো যৌনরোগ সহ নানা ধরনের জটিল এবং কঠিন রোগের চিকিৎসা করে থাকেন। আমার পরিবারের সবাইকে উনাকেই দেখাই যেকোনো অসুখ বিসুখে। উনি আধুনিক টেকনলজি হোমিওপ্যাথিক সফটওয়্যার ব্যবহার করে রোগীকে সঠিক চিকিৎসা দিয়ে থাকেন। চেম্বারের নামঃ আমিন হোমিও চেম্বার ফোনঃ ০১৭১৫০১০৩৪৫ ঠিকানাঃ হাউস ২৩, লাইন ৫, কালাপানি কাঁচা বাজার, শহীদবাগ, মিরপুর ১২, ঢাকা, বাংলাদেশ।
Husneara Himu
husnearahimu
318 Points

Popular Questions