Answered 2 years ago
এ ক্ষেত্রে কিছু টোটকা ব্যবহার করা যেতে পারে ঃ
নেগেটিভ প্রেসক্রিপশনঃ
১। একটু রাত করে বাড়ি ফিরুন
২। রাতে মাঝে মাঝে বাহির থেকে খেয়ে আসুন
৩। মোবাইলে এমনভাবে কথা বলা মনে করতে পারে অন্য কোন নারীর সঙ্গে কথা বলছেন
৪। ঘরের কারো যেকোনো ঠুনকো দোষের উছিলায় ঘরের পুরানো কিছু ভেঙে ফেলুন
৫। বাহিরে যাওয়ার সময় সেন্ট-টেন্ট মেরে আগের চেয়ে একটু বেশি ফিটফাট হয়ে বের হন
৬। হঠাৎ ভীষন অসুস্থ হওয়ার ভান করুন
পজিটিভ প্রেসক্রিপশনঃ
১। "সুন্দরী মেয়েরা পুরুষদের কথা কম গুরুত্ব দেয়" এ ধরনের পাম্প মূলক কথা বলুন
২। টাকাটা পেলে দার্জিলিং না হলেও অন্ততপক্ষে সাজেক কিংবা জাফলং যাবেন বলুন।
৩। বাহির থেকে আসার সময় বৌ এর জন্য আলাদা করে টুকটাক কিছু নিয়ে আসুন
৪। "তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ " মাঝে মধ্যে এরকম বলুন- তবে সাবধানতার সাথে….
৫। রান্নার প্রশংসা করুন
৬। নিজ বাড়ির লোকজনের চেয়ে শ্বশুরবাড়ির লোকজনের বেশি দাওয়াত খাতির করুন
৭। মাঝে মাঝে বৌকে স্পেশালি জিজ্ঞেস করুন " তোমার কী খেতে মন চায়"
৮। মাঝে মাঝে বাহিরে কাছাকাছি কোথাও ঘুরতে নিয়ে যান
আশা করি এগুলোতে কিছু অন্ততঃ কাজ হতে পারে।
শেষমেষ কোনো কিছুতেই কিছু না হলে ঐ গল্পটা শুনিয়ে দিয়েনঃ "মসজিদের ইমাম সাহেব বলেছেন - ভোরে নামাজের জন্য ডেকে না দিলে আর একটা বিয়ে করতে"……......
Minarul publisher