Answered 2 years ago
সরকারি চাকরির ব্যাপারটা বলতে পারলামনা, তবে আপনার বিদেশে যেতে সমস্যা হবে না। তবে,
১. আপনি যদি আপনি আপনার স্পন্সর হিসাবে আপনার মাকে দেখাতে চান, এবং উনার ব্যাংক অ্যকাউন্টের নাম যদি এনআইডি কার্ড অনুসারে হয়, তবে সমস্যা হবার সম্ভাবনা আছে।
২. আপনি যদি ভবিষ্যতে বিদেশ থেকে আপনার মায়ের জন্য ভিসার আবেদন করতে চান, বা তাঁকে স্থায়ী বসবাসকারী হিসাবে স্পন্সর করতে চান, তবে সমস্যা হবে।
যেহেতু ভবিষ্যতে সমস্যা হতে পারে, তাই ঝামেলাটা মিটিয়ে ফেলাই ভাল। এখন প্রশ্ন হচ্ছে আপনি নিজের পরিচয়পত্রে পরিবর্তন আনবেন নাকি আপনার মায়ের? আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রে উনার নাম কি আপনার জাতীয় পরিচয়পত্র অনুসারে? তাহলে আপনার জাতীয় পরিচয়পত্রে পরিবর্তন আনলে আপনি আবার অন্য ঝামেলায় পড়বেন। নিজস্ব সম্পত্তির দলিল দস্তাবেজে আপনার মায়ের নাম কিভাবে আছে? সেখানে যদি উনার নামে দেবনাথ না থাকে তবে উনার জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করলে দাপ্তরিক বিভিন্ন কাজে সমস্যা হবে।
বাংলাদেশে এসব কাজগপত্র পরিবর্তন করা বিশাল ঝক্কির বিষয়। আমাদের দেশের মহিলাদের নাম নিয়েও আমরা ভীষণ অসচেতন। নামের শেষে বেগম, খানম, খাতুন, আক্তার, বিবি, যখন যা খুশী লাগিয়ে আমরা প্রয়োজনীয় সরকারি কাজ পর্যন্ত সেরে নেই। আর দাপ্তরিক ভুলের কথা আর নাই বা বললাম, স্যারেদের কর্মযজ্ঞ তো এক মহা রঙ্গখানা!
riyazulislam publisher