Answered 2 years ago
গুগলে ওয়েবসাইট র্যাঙ্ক করা বিষয়টা অনেক সহজ হয়। অন্যদিকে এসইও আজ করে কালকে রেজাল্ট পাবেন না। এসইও একটি ম্যারাথন যা আপনাকে সময় নিয়ে নিদিষ্ট লক্ষ নিয়ে কাজ করতে হবে।
সাজেশনঃ
আপনার যে সকল পোষ্ট গুগল সার্চ রেজাল্টের ২০ থেকে ৩০ এর মাধ্যে আসে তাদের একটি লিষ্ট তৈরি করুন।
এবার প্রতিটি পোষ্টের জন্য গেষ্ট পোষ্ট করার মাধ্যমে ব্যাকলিংক তৈরি করার চেষ্টা করুন। ( স্পাম করে ব্যাকলিংক তৈরি করবেন না। )
প্রতিটি পোষ্টের জন্য মিনিমাম ৮ থেকে ১০ টি ব্যাকলিংক তৈরি করুন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার কিছু পোষ্ট গুগল সার্চ রেজাল্টের ৭, ৮, ৯ এই পজিশন গুলোর মধ্যে দেখতে পাবেন।
গুগল সার্চ রেজাল্টে পোষ্ট গুলো ৬ থেকে ১০ এর মধ্যে থাকলে কিছু ভিজিটর পাবেন।
নতুন পোষ্ট করুন প্রতিনিয়ত।
পিলার পোষ্ট তৈরি করুন।
গ্রুপ কিওয়ার্ড টার্গেট করে পোষ্ট লিখুন।
anafkhan publisher