আমার ল্যাপটপ-এর বয়স কত হয়েছে কিভাবে বের করব?

1 Answers   2.3 K

Answered 2 years ago

ল্যাপটপ বা পিসি এর বয়স বের করার প্রয়োজনীয়তা যে কোন সময়ই হতে পারে। আসুন দেখে নেওয়া যাক ল্যাপটপ এর বয়স কত হয়েছে তা বের করা যায় যেভাবে।

প্রথমে আপনার ল্যাপটপের Start Menu তে Click করুন। এখানে CMD লিখে সার্চ দেন। এবার এরকম আসবে।

Smart> লিখুন SYSTEMINFO এবার এন্টার দিয়ে একটু অপেক্ষা করুন। দেখবেন সিস্টেমের সব তথ্য চলে এসেছে।

BIOS Version এর ডানে দেখুন আপনার ল্যাপটপ Start date.

এভাবে পেয়ে গেলেন আপনার ল্যাপটপের বয়স।


Ripon Mollah
riponmollah
502 Points

Popular Questions