আমার রাউটারের ভেতর কোনভাবেই প্রবেশ করতে পারছি না?

1 Answers   1.9 K

Answered 2 years ago

অনেকসময় রাউটারে ইন্টারনেট সমস্যা দেখা দেয়। হয় কোনও কারণে ইন্টারনেট সংযোগ করা সম্ভব হয় না। অথবা ইন্টারনেট সংযোগ থাকলেও স্পিড খুব একটা বেশি থাকে না। কীভাবে সমাধান করবেন? জানুন...

এখনও অনেক সংস্থাই WFH করছে। আর তার জন্য প্রয়োজন হাই স্পিড ইন্টারনেট। ইন্টারনেটের যাতে কোনও সমস্যা না হয় তারজন্য অনেকেই রাউটার ব্যবহার করেন। কারণ একটি রাউটার থেকে একাধিক ডিভাইস কানেক্ট করা সম্ভব। কিন্তু রাউটারেও অনেক সময় সমস্যা তৈরি হয়। এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন কীভাবে রাউটারের বিভিন্ন সমস্যার সমাধান করবেন।

বর্তমানে একটি ইন্টারনেট কানেকশন ব্যবহার করে একাধিক ডিভাইসে ইন্টারনেট কানেক্ট করা সম্ভব। মোবাইল ফোন থেকে শুরু করে স্মার্ট টিভি অথবা স্মার্ট কোনও ডিভাইস চালাতে প্রয়োজন হয় ইন্টারনেট। সেক্ষেত্রে রাউটার খুবই প্রয়োজনীয়। ফলে অধিকাংশ পরিবারেই এখন রাউটার ব্যবহার করা হয়।

অনেকসময় রাউটারে ইন্টারনেট সমস্যা দেখা দেয়। হয় কোনও কারণে ইন্টারনেট সংযোগ করা সম্ভব হয় না। অথবা ইন্টারনেট সংযোগ থাকলেও স্পিড খুব একটা বেশি থাকে না। এই সমস্যার সমাধান কীভাবে? খুব সহজেই আপনি নিজেই রাউটারের এই সমস্যা সমাধান করতে পারেন। জেনে নিন পুরো প্রক্রিয়া-

প্রথমত- কোনও রাউটার প্রথম কানেক্ট সময় সেই রাউটারের সেটিংস করার প্রয়োজন হয়। কিন্তু অনেকসময় সেটিং বা IP সেটিংসের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। আর তার ফলে ইন্টারনেট সংযোগ ব্যাহত হতে পারে। রাউটার থেকে ইন্টারনেট সংযোগ না হলে IP সেটিং ভালোভাবে দেখুন। প্রয়োজনে নতুন করে রাউটার কনফিগার করতে পারেন।

দ্বিতীয়ত- ইন্টারনেট OFC বা অপটিক্যাল ফাইবার কেবলে সমস্যা তৈরি হতে পারে। কোনও OFC কেবল সরাসরি রাউটারের ভিতর কানেক্ট থাকে না। OFC-র সঙ্গে অন্য একটি মোডেমের কানেক্ট থাকে। সেখান থেকে রাউটারের কানেক্ট করা হয়। সেক্ষেত্রে OFC-র ক্ষেত্রে কোনও সমস্যা তৈরি হলে ইন্টারনেট কানেক্ট হতে সমস্যা তৈরি হয়। এবং OFC যে ডিভাইসে কানেক্ট থাকে সেই ডিভাইসে সমস্যা দেখা দিতে পারে।

তৃতীয়ত- অনেক সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রেও ইন্টারনেট স্পিড কমে যেতে পারে। এমনকী ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হতে পারে। সেক্ষেত্রে সম্পূর্ণভাবে মোডেম পুরোপুরি বন্ধ রাখতে হবে কিছুক্ষণ এবং তারপর ফের মোডেম চালু করতে হবে।

চতুর্থত- অনেকসময় WiFi-এর ক্ষেত্রে সমস্যা হলে রাউটার থেকে ইন্টারনেট সংযোগ করতে সমস্যা তৈরি হয়। এর জন্য ফোন বা অন্য কোনও ডিভাইস থেকে WiFi ফরগট করে ফের কানেক্ট করতে হবে।

পঞ্চমত- ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কোনও প্রযুক্তিগত সমস্যার জন্য ইন্টারনেট সংযোগে ব্যহত হতে পারে। সেক্ষেত্রে সরাসরি ISP-র সঙ্গে যোগাযোগ করতে হবে।

Joti Khantun
jotikhatun
239 Points

Popular Questions