আমার মোবাইলের মাধ্যমে কীভাবে অন্যের মোবাইলের ছবি ডিলিট করবো?

1 Answers   13.8 K

Answered 2 years ago

৩টি উপায়ের যে কোন একটি অবলম্বন করার মাধ্যমে আপনি আপনার মোবাইলের মাধ্যমে অন্যের মোবাইলের ছবি ডিলিট করতে পারবেন।

একঃ প্রথমেই আপনার মোবাইল দিয়ে আপনার সেই কাংখিত মানুষের মানে যার মোবাইলের ছবি ডিলিট করতে চান তার মোবাইলে কল দিন। তারপর তাকে আপনার সামনে হাজির করুন। তারপর তার মোবাইলটি তার কাছে থেকে নিয়ে নিজের হাতে নিন, লক করা থাকলে তাকে দিয়ে লক খুলিয়ে নিন। তারপর ইমেজ গ্যালারি বা যেই যেই খানে ছবি থাকতে পারে সেইখানে ঢুকে ছবি ডিলিট করুন। এইতো হয়ে গেলো আপনার মোবাইলের মাধ্যমে অন্যের মোবাইলের ছবি ডিলিট করা।

পদ্ধতিটি যদি ভালো না লাগে তাহলে দাড়ান দাড়ান রাগবেন না আরও দুইটি পদ্ধতি আছে আপনার জন্য অনুসরণ করুন।

দুইঃ যদি একটি পারসোনাল কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তাহলে অনেক ভালো নয়তো একটা ভালো মানের ডেস্কটপ বা ল্যাপটপ কিনে নিন। তারপর ভালো মানের একটা ইন্টারনেট কানেকশন নিন। এরপর Udemy বা অন্য কোনো ভালো সাইট থেকে হ্যাকিং এক্সপার্ট হওয়ার জন্য অনেক ভালো মানের কোর্স আছে সেইগুলা করুন আর সাথে সাথে খুব ভালভাবে প্রোগ্রামিং, লিনাক্স ওএস বিশেষ করে কালি লিনাক্স ও এর নানা রকম সিকিউরিটি আর হ্যাকিং অনেক টুল সম্পর্কে বিশদ পড়ালেখা করুন। তারপর চেষ্টা করুন আপনার মোবাইল দিয়ে অন্য মোবাইলের ছবি ডিলিট করা। যদিও এই পদ্ধতিটি অনেক সময় ও শ্রম সাপেক্ষ কিন্তু একবার পারলে নিজেকে অনেক ভালো মানের সিকিউরিটি এক্সপার্ট মনে করবেন আর আইটি সেক্টরের ভালো কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তাতে আপনার ফিউচার অনেক ব্রাইট নিশ্চিত বলা যায়।

তিনঃ ভাই আবেগে তিনটা পদ্ধতি বলে ফেলেছি, আসলে নিজেও জানিনা আর একটা কি হবে আর ইডিট করে ২ লিখতেও ইচ্ছা করছে না।

আর হ্যা ভাই উপকৃত হলে ধন্যবাদ জানাতে অবশ্যই ভুলবেন না।

Gms Sohan
gmssohan
126 Points

Popular Questions