Answered 2 years ago
কোন মোবাইল যত বেশি ব্যবহার করা হবে, দিন দিন এর কার্যক্ষমতা কমতে থাকবে। তবে আপনি যদি কিছু টিপস জানেন, তাহলে কিছুটা হলেও মোবাইল স্লো/হ্যাং হওয়া কমাতে পারেন।
স্মার্টফোন আমাদের জীবন যাপনকে অনেক সহজ করে দিয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে আমরা প্রায় সব কিছুই করতে পারি। তবে এর মধ্যে কিছু প্রতিবন্ধকতাও আছে। সবচেয়ে বড় প্রতিবন্ধকতার নাম চার্জ। আমাদের চাহিদা হচ্ছে, যদি কখনও মোবাইলে চার্জ না ফুরাতো, তাহলে কত ভাল হত। কিন্তু সেটাতো আর সম্ভব না।
তবে আমরা ইচ্ছে করলে মোবাইলের কয়েকটা সেটিং পরিবর্তন করে ব্যাটারি লাইফ বাড়াতে পারি। আজকে এমনই ৩টা সেটিং নিয়ে আলোচনা করা হবে। এই সেটিংসগুলু পরিবর্তন করে আপনি আপনার স্মার্টফোনের চার্জ অপচয় হওয়া থেকে বাচাতে পারবেন আর বেশিক্ষন চার্জ ধরে রেখে মোবাইল ব্যবহার করতে পারবেন। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেল পড়ার অনুরোধ রইলো।
১) ব্লুটুথঃ সকল মোবাইলেই ব্লুটুথ রয়েছে। যদিও মোবাইল স্মার্ট হওয়ার সাথে সাথে এর ব্যবহার অনেক কমে যাচ্ছে। ব্লুটুথের মাধ্যমে ফাইল ট্রান্সফার করা যায়, ইন্টারনেট শেয়ার করা যায়। তাছাড়া, এমন কিছু এপ্লিকেশন আছে যেগুলু ব্যবহার করার জন্য ব্লুটুথ-এর প্রয়োজন হয়। উদাহরন সরূপ বলা যেতে পারে shareit/shareit lite। কিন্তু যদি অযথা আপনার মোবাইলের ব্লুটুথ চালু থাকে তাহলে সেটা আপনার ব্যাটারির চার্জ খুব দ্রুত শেষ করে ফেলবে। কারন আপনার ব্লুটুথ সব সময় অন্য ডিভাইসের সাথে সংযুক্ত হওয়া জন্য সার্চ করতে থাকবে। আর ব্যাকগ্রাউন্ডের ব্লুটুথের এমন একটিভিটি মোবাইলের চার্জ কমিয়ে দিবে। তাই অযথা ব্লুটুথ চালু করে রাখবে না। এখন চেক করে দেখুনতো এখন চালু আছে কিনা? থাকলে বন্ধ করে দিন।
rakibafsar publisher