Answered 2 years ago
সাধারণত মেয়েরা প্রেমের কথা বলতে চায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু তারা অনেক মাধ্যমে তা বোঝাতে চেষ্টা করে। মেয়েরা চায় ছেলেদের কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে।
আপনি যদি নিশ্চিত থাকেন মেয়েটা আপনাকে পছন্দ করে তাহলে আপনি তাকে ভালোবাসার কথাটা বলে দিতে পারেন। আবার পছন্দ অনেক রকমের হয়ে থাকে। ভালো বন্ধু হিসেবে পছন্দ আর ভালোবেসে পছন্দ আলাদা।
সে আপনাকে বেস্টফ্রেন্ড হিসেবে পছন্দ করে কিন্তু আপনি মনে করলেন যে সে আপনাকে ভালোবাসে এক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি হতে পারে।
ধরে নিলাম সে আপনাকে ভালোবাসে কিন্তু বলছেনা। এখন আপনি তাকে ভালোবাসার কথাটা বলে দিতে পারেন এটা বুদ্ধিমানের কাজ হবে।
আবার আপনি যদি বলতে ভয় বা লজ্জা পান তাহলে মজার ছলে তাকে বলতে পারেন,
১।আমরা দুজন যদি প্রেমিক প্রেমিকা হতাম তাহলে অনেক ভালো হত তাইনা?
২। তুই কি আমার সাথে প্রেম করবি?
এধরনের কিছু কথা বলে তার রিএকশনটা দেখতে পারেন।
তবে আপনার যদি মনে হয় বা আপনি যদি নিশ্চিত থাকেন যে সে আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে আপনি তাকে আপনার মনের কথাটি বলে ফেলুন।
ranikhatun09 publisher