Answered 2 years ago
এর অর্থ পবিত্র লক্ষণ বা শুভ লক্ষণ। ভালো নাম। রাখতে পারেন। তবে এখন পৃথিবী ছোট হয়ে আসছে। পৃথিবীর সাথে তাল মিলিয়ে নাম না রাখলে পরবর্তীতে নানা সমস্যায় পরতে হয়। যেমন আমাদের দেশে আমরা নিজের নামের আগে বংশের নাম বসাই। অথচ পৃথিবীর নিয়ম বংশের নাম পরে বসবে। এর ফলে এখন আমাদের অনেকেই দেশের বাহিরে স্কুলে অফিসে গেলে তাদেরকে দেশে যেই নামে ডাকা হয় সেই নামে না ডেকে তার বংশের নামে ডাকা হয়। পৃথিবীতে সাধারণত একজন মানুষের একটি নাম হয়। অর্থাৎ মাত্র একটি শব্দে সেই নাম হয়। নিজের নামের পরে তার পিতার নাম আর পরিবারের/বংশের নাম বসানো হয়।এটাই নাম রাখার সাধারণ নিয়ম। এর বাহিরে আপনি অন্য যে কোন নাম এমনকি বারো শব্দের নাম রাখতে পারেন চাইলে, আর সেই নামের ভেতরে তার বাবা মা পরিবারের কোন নাম নাও রাখতে পারেন। সেই অধিকার আপনাদের আছে। কিন্তু এর ফলে পরবর্তীতে শিশুটি বিভিন্ন প্রতিষ্ঠানে ঐ সমস্যায় পরবে।
তাই আমার পরামর্শ হবে এক শব্দে একটি নাম রাখুন আর তার পরে বংশের নাম এবং একেবারে শেষে বাবার মূল নামটি ব্যাবহার করুন। যেমন নাজিফা সৈয়দ আরেফিন বা শুধু নাজিফা আরেফিন। এতে করে ভবিষ্যতে স্কুলে তাকে নাজিফা বলে ডাকবে আর সবাই তার বাবার নাম আরেফিন বলে জানবে। জর্জ উইলিয়াম বুশ। জর্জ হচ্ছে ছেলের নাম। উইলিয়াম এখানে তাদের পরিবারের নাম আর বুশ তার বাবার নাম। আরবেও মুসলিমরা এভাবেই নাম রাখে।
এখন আপনি যদি তার নাম রাখেন নাজিফা বুশরা তাহলে নাম রাখার সাধারন নিয়ম মতে মেয়ের নাম হবে নাজিফা। দেশের বাহিরে সর্বত্র তাকে সবাই এই নামে ডাকবে। আর বুশরা বলতে সবাই তার বংশ বা বাবার নাম মনে করবে। কেউ যদি বুঝতে পারে এটিও একটি মেয়ের নাম তাহলে মেয়ের বাবার নাম কি, সেটা কেন দেয়া হল না, এটা কি তাহলে মেয়ের মায়ের নাম, আসলেই তার বাবার নাম জানা আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠবে। অবশ্য কেউ তাকে কিছুই বলবে না। সে তাকে যে নামে ডাকতে বলবে সবাই তাকে সেই নামেই ডাকবে। কিন্তু যারা তাকে চেনে না তারা তার নাম দেখে আমি যা বললাম তাই ভাববে। আমাদের দেশে আসলে বাচ্চাদের নাম সঠিক নিয়মে রাখা না হওয়ায়, দেশের বাহিরে গেলে মানুষকে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয়।
যেমন এক ছেলের নাম কাজী নজরুল ইসলাম। তার বাবার নাম কাজী সদরুল ইসলাম, ভাইয়ের নাম কাজী বাহার ইসলাম। ডাক্তার মিঃ কাজী বলে ডাকলে বাবা দুই ভাই একসাথে গিয়ে লাইনে দাঁড়াচ্ছে । অথচ ডাকা হয়েছে একজনকে রোগীর বড় ছেলে কাজী নজরুল ইসলামকে।
nirobkhan publisher