আমার বয়স 20 বছর, আমি শারীরিকভাবে অনেক স্মার্ট হতে চাই। এখন আমি কী করতে পারি বা কোন জিনিসগুলো ব্যবহার করতে পারি?

1 Answers   11.9 K

Answered 2 years ago

সত্যি বলতে স্মার্ট হওয়ার জন্য শারীরিক গঠন বেশি জরুরী না।তবে পোষাক পরিচ্ছদের ব্যাপারে একটু সচেতন থাকা ভাল।যেমন কম বয়সী ছেলেরা বেশি এলোমেলো পোষাক পরে new fashion এর নাম করে।কিন্তু এগুলো তে তাদের মোটেই স্মার্ট লাগে না।তাই প্রথমত যথেষ্ট ভদ্র সভ্য জামা কাপড় পরা উচিত।আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বডি ল্যাংগুয়েজ। বডি ফিগার যেমন ই হোক মেরুদণ্ড সোজা রেখে হাটা,বসা এবং দাড়ানোর অভ্যাস করতে হবে। আর কারোর সাথে কথা বলার সময় বেশি আমতা আমতা করা যাবে না।মুখে স্বাভাবিক হাসি রেখে আস্তে ধীরে সুন্দর করে কথা বলতে হবে।যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে ভাব নিয়ে বেশি কথা বলতে যাবেন না।কোন কিছু না জানা টা অপরাধ বা অপমানের কিছু না।কিন্তু না যেনে কথা বলা টা অপমান অসম্মানের কারণ ও হতে পারে।

Skandar Mia
skandermia
336 Points

Popular Questions