আমার বয়স 14 বছর। আমি দেখেছি যে, আমি যখন ছাদে যাই তখন আমার প্রতিবেশী যার বয়স 15 বছর সে তার ছাদ থেকে নেমে যায়। ও কেন এমন করে?

1 Answers   6.4 K

Answered 1 year ago

ভাইয়া তুমি এখানে বলোনি তোমার জেন্ডার কি. তোমাদের দুজনের জেন্ডার যদি এক হয়, তাহলে ডেফিনেটলি সে তোমাকে অপছন্দ করে . বেশি আগবাড়ায় গেলে মাইর খাবা , সে তোমাকে এভোয়েড করতেছে তুমিও এভোয়েড করো জেন্ডার যদি ডিফারেন্ট হয় তাহলে তিনটা ব্যাপার হতে পারে #তোমাকে দেখলে বিরক্ত হয় #তোমাকে দেখলে লজ্জা পায় #তোমাকে সে পছন্দ করে in that case take it slow. সাবধানে বুঝে পা ফেলাও . তাড়াহুড়ো করতে যেও না. সময় নাও তাকেও সময় দাও .আর নিজের পড়াশোনাটা খারাপ হতে দিও না . Good Luck.
Jakir Rana
jakirrana
379 Points

Popular Questions