আমার বয়স ৩৬, আমি এইচএসসি পর্যন্ত পড়েছি। আমি নিজেকে দক্ষ করতে ইংরেজি ভাষায় কথা বলা এবং জ্ঞান অর্জন করতে কোন অ্যাপগুলি ব্যবহার করতে পারি?

1 Answers   9.4 K

Answered 1 year ago

অ্যাপস্ থেকে আপনি কখনো ভালো ভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন না তবে বেসিক কিছু ধারণা পাবেন। এর থেকে ভালো হয় ইংরেজিতে স্পোকেন শিখায় এমন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। আশা করা যায় ৫-৬ মাসের মধ্যে স্পোকেন সহজ হবে কিন্তু ভালো প্রতিষ্ঠানে যেতে হবে এবং আপনাকেও মন দিয়ে শিখতে হবে।
Rumi Akter
Rumi
406 Points

Popular Questions