আমার বয়স ৩২। আমি কি ১৮ বছরের মেয়ে বিয়ে করতে পারব? আর করলে কী কী অসুবিধা হবে?

1 Answers   11.1 K

Answered 2 years ago

৬০ বছরের অনেক পুরুষ ১৪ বছরের মেয়েকে নিয়ে পৃথিবীর অনেক দেশে ঘর সংসার করছে, বাবা মা হচ্ছে। বয়সের বিষয়টা পুরুষদের চাইতে মেয়েদের জন্য বেশি বিবেচনার বিষয়। কারন মেয়েরা ত্রিশ বছরের আগে মা না হলে, পরবর্তীতে প্রথমবার মা হতে গেলে নানা জটিলতার সম্মুখীন হতে পারে। অন্যদিকে পুরুষদের বাবা হবার সম্ভাবনা কমতে শুরু করে চল্লিশের পরে। তবে অধিকাংশ পুরুষ ৬০ বছর বয়সেও বাবা হতে পারে।

এবার আসুন মানসিক বিষয়। নিজ পরিবারের বাহিরে যে কোন প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ নিজেদের সম্মতিতে বিয়ে করতে পারবে, এটাই সকল ধর্ম মতে বিয়ের সাধারন নিয়ম। এখন আপনার ও আপনি যাকে বিয়ে করবেন, তার যদি আপনার বয়স নিয়ে কোন সমস্যা না থাকে তাহলে আর কে কি ভাবল আর বলল তাতে কিছুই যায় আসে না। ধরুন মেয়ে বয়স অনেক কম হওয়া সত্যেও বা আপনার চেয়ে বেশি হওয়া সত্যেও আপনারা দুজন বুঝতে পারছেন দুজন দুজনকে সুখি করতে পারবেন। এখন এই বিয়েটা না করে শুধুমাত্র কাছাকাছি বয়স দেখে এমন একজনকে বিয়ে করা কি ঠিক হবে, যাকে দেখেই দুজনেই বুঝতে পারছেন আপনাদের একসাথে ঘর করা অসম্ভব?

তবে সাধারন নিয়মে ছয় বছরের কম মেয়েকে বিয়ে করাই স্বাভাবিক। এই ধরুন ৬ থেকে ১০ বছর হচ্ছে খুবই স্বাভাবিক পার্থক্য। মাত্র ৪ বছর বেশি এটা তেমন কিছুই না। আগেকার দিনের হিসেবে বরং মেয়ের বয়স ১৪ কুড়ি বছর কম হবে এটাই স্বাভাবিক।

আর নিজের কাছাকাছি বয়সের মেয়েকে বিয়ে করার বিড়ম্বনা অনেক। যখন সে নারী হয়েছিল, আপনার বয়সি সব ছেলেরা তখন বালক ছিল। তার অবচেতন মনেই সে পুরুষ বলতে পাড়ায় তার চেয়ে ৪ থেকে ৬ বছরের বেশি বয়সি ছেলেদের বা আপনার দাদাদের দেখে বড় হয়েছে। আপনাকে সে সবসময় অপরিপক্ব ভাববে এটাই স্বাভাবিক।

তারপরও নিজেদের মাঝে সমঝোতা আর বোঝাপড়াই বয়সের এই হিসেবের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্ত রাখে। দর্জির দোকানে কাপড় বানাতে গেলে একটু বেশি বয়সি অভিজ্ঞ দর্জি খুঁজবেন এটাই স্বাভাবিক। কিন্তু সেটাই মূল কথা না। কম বয়সি দর্জি যেমন অনেক ভালো হতে আরে তেমনি খুব বেশি বয়সি দর্জি হলে চোখে সমস্যা থাকতে পারে। মূল কথা হল সে আপনার কাপড় বানাতে পারছে কি না। তেমনি তার কাছে মূল বিষয় হল আপনি টাকা পরিশোধ করতে পারছেন কি না, আপনার বয়স তেমন কিছুই না।

তেমনি বিয়ের ক্ষেত্রে মূল বিষয় হল সমঝোতা আর বোঝাপড়া, মনের মিল হওয়া আর দুজনকে দুজনের ভাল লাগা, সেটা চোখের ভাল লাগা থেকে মনের ভালো লাগা সব রকম হতে পারে। এমন অনেক সুখি দম্পতিও আছে যারা কেবল মাত্র দুজন দুজনকে বিয়ে করেছে যৌন আকর্ষণ বোধ করায়। আর কোন কিছুই তারা হিসেব করেনি। তেমনি এমন অনেক সুখি দম্পতী আছে যারা বিয়ের আগে কেউ কাউকে দেখেইনি। শুধু কথা বলে মনের মিল হয়ে গেছে।

আমার অন্যান্য উত্তর পড়তে এই মঞ্চ অনুসরন করুন।

Kalam Biswas
Kalam Biswas
566 Points

Popular Questions