আমার বয়স ২৭ আমার সমস্যা হলো আমি মিলন করলে শরির ওনেক দূর্বল হয়ে জায় আর কিছু মনে থাকে না ম্যাথায় কিছু একটা গিরে দরে গুছাইয়া কথাও বলতে পারি না এর কোন সমাদান পাওয়া জাবে?

1 Answers   3.5 K

Answered 2 years ago

বিষয় টা মানসিক , সম্ভবত আপনার ছেলে বেলায় মিলন করলে শরীর দূর্বল হয়, মিলন কম করা ভালো ইত্যাদি বিষয় গুলো শুনেছেন। অবচেতন মনে তা গেড়ে বসে আছে। তার থেকে এমন হতে পারে। মিলন করলে ব্রেইন এ প্রচুর ডোপামিন তৈরী হয়। এতে আপনার সব বরং ভালো হবার কথা।

Riyazul Islam
riyazul.islam
332 Points

Popular Questions