Answered 2 years ago
প্রথম কথা হচ্ছে আপনি ওজন বাড়াতে চাচ্ছেন সেটা কীভাবে? ফ্যাট হয়ে নাকি পরিস্কার মাসল দিয়ে। আপনি এমনিতে খেয়ে আপনার ওজন বাড়াতে পারেন। তার জন্য আপনার দরকার একটি ডায়েট চার্ট। সকাল বেলা ঘুম থেকে উঠে কাঁচা ছোলা খেতে পারেন। পরে ভাত খেয়ে আবর কিছুক্ষণ পরে কলা/ডিম/দুধ একসাথেও নিতে পারেন। পরে আবার ভাত আবার এগুলো। এভাবে দিনে ৪-৫ বার ভাত এবং অন্যান্য মাস গেইনিং ফুড এর মাধ্যমে ওজন বাড়বে আমি নিজেও ১০ কেজি ১৫ কেজি বাড়িয়েছি
thenh publisher