আমার বয়স ২৫। কিন্তু আমাকে একটি ১৯ বছর বয়সী ছেলে ভালোবাসে। এতো জুনিয়র ছেলেকে বিয়ে করে আমি কি সুখী হতে পারবো?

1 Answers   7.5 K

Answered 2 years ago

সুখ বয়সের উপর নির্ভর করে না সুখ নির্ভর করে আল্লাহভীতির উপর। আমাদের নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৫ বছর বয়সে বিয়ে করেছিলেন ৪০ বছর বয়সী খাদিজা রাদিআল্লাহু আনহাকে। তিনি কি সুখী ছিলেন না?

এসব প্রশ্নের উত্তর সাধারণ মানুষের মানুষের কাছ থেকে গ্রহণ না করে সরাসরি কুরআন, হাদিস এবং ইসলামী বই থেকে গ্রহণ করার চেষ্টা করুন তা না পারলে প্রসিদ্ধ কোনো আলেমকে জিজ্ঞেস করুন। আর কারা ভালো আলেম তা যাচাই করতেও নিয়মিত কুরআন এবং হাদিস[1] পড়ুন৷ দেখবেন জীবন অনেক সহজ এবং সুখময় হয়ে উঠবে৷

আপনার জন্য আল্লাহর নিকট শুভ কামনা রইলো।

Abbas
abbas
320 Points

Popular Questions