Answered 2 years ago
সবার জীবন একরকম নয়। জীবনের সিদ্ধান্ত গুলোও একরকম হয় না। আমার জীবনে যেটা সঠিক আপনার জীবনে সেটা চরম ভুল হতে পারে। নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিন। আর দোয়া করুন সব যেনো কল্যাণের জন্য হয়।
বয়স দিয়ে তো সব যাচাই করা যায় না। পরিবার, পরিবেশ পরিস্থিতি, প্রয়োজন অনেক কিছুর উপর বিয়ে করাটা নির্ভর করে। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন কিন্তু মেয়েটির ম্যাচুরিটি নিয়ে সংশয় থাকে, ক্লিয়ার হয়ে নিন। সাধারণত এই বয়সের মেয়েরা চুটিয়ে প্রেম করে বেড়ায়, ফোনে ফোনে সংসার করে, সন্তান নিয়ে ভেবে ফেলে, physically involved হয়ে যায় ইত্যাদি। অনেকে বাস্তবে সংসার করে, পালিয়ে বিয়ে করে। আবার অনেক মেয়ে তখনো শিশুই থাকে। পাত্রীকে বুঝে সিদ্ধান্ত নিন।
lionahmed publisher