আমার বয়স ২২ বছর। কিন্তু আমার এখনো দাড়ি ও গোপ ভালো করে উঠেনি। আমার কী কী করা উচিত?

1 Answers   7.5 K

Answered 2 years ago

অনেকের দাঁড়ি-গোঁফ দেরিতে ওঠে। আবার অনেকের দাঁড়ি-গোঁফ গজানো শুরু হয় সময়মতো কিন্তু ঠিকমতো গজাতে সময় নেয়। এসমস্ত নিয়ে চিন্তার কোনো কারন নাই। বরং বয়সের তুলনায় কম বয়সী দেখতে হলে তা বেশিরভাগ ক্ষেত্রে ভালো। সময়মতো লিঙ্গের উপরে, মলদ্বারের পাশে এবং বগলে চুল (সহজ বাংলায় বাল) এবং লিঙ্গ যথেষ্ট উত্থিত হলে বুঝবেন সব ঠিক আছে। সুতরাং, এক্ষেত্রে যা করা উচিতঃ

* এসব নিয়ে অযথা চিন্তা না করা।

* যেসমস্ত লোকজন রাস্তার পাশে সাপ, বেজি, গন্ধগোকুল, শান্ডা, জোঁক এবং রূপকথার নানান প্রাণীর তেল অথবা স্বপ্নে পাওয়া ধ্বজভঙ্গের নানান দাওয়াই বিক্রি করে তাদের থেকে এবং তাদের বুদ্ধিমান খদ্দেরদের থেকে দূরে থাকা।

* বন্ধুবান্ধব এসমস্ত নিয়ে টিটকারি মারলে তাদের ইগনোর করা।

Suriya Sultana
suriyasultana
519 Points

Popular Questions