Answered 2 years ago
না ভাই।
১. ও বড় হতে হতে আপনাকে ছাড়াই পেকে যাবে।
২. আত্মীয়র সাথে বিয়ে করলে সুখে শান্তিতে থাক যায়না ৯০%।
৩. আর আপনার এতদিন সহ্য নাও হতে পারে।
৪. বিয়ের আগে তার মনে আপনার জন্য ভালোবাসা নাও জাগতে পারে, কারণ আপনি তার সামনে/সাথে নেই ।
(( আমার অনুরোধ থাকলো: একজন গরীব এবং পর্দাশীল নারীকে বিয়ে করার চেষ্টা করুন। ))
বি: দ্রঃ বিয়ে আল্লাহ তায়ালা ঠিক করে রাখেন ।
আপনার মন আপনার ইচ্ছা, যা খুশি করতে পারেন এবং কিছুটা নিজের বিবেক ব্যাবহার করুন
kaziatik publisher