আমার বয়স ২০ বছর। মানু‌ষের সা‌থে কম কথা ব‌লি। তাই অ‌নে‌কে আমা‌কে হিংসুক ভা‌বে। এখন আ‌মি কী করতে পারি?

1 Answers   9.7 K

Answered 2 years ago

পৃথিবীতে সবাই একরকম হবে না এটাই স্বাভাবিক। আপনি আপনার মতো থাকুন, যে যা ভাবার ভাবুক। তাতে আপনার কিছু যায় আসে না। আর মানুষের জীবন এত ছোটো যে অন্যে কী বলছে সেটা নিয়ে ভাবার জন্য আমাদের আসলে সময় নেই। একদমই সময় নেই।আপনি আপনার পরিবার আর আত্মীয়দের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, বাদবাকি নিয়ে না ভাবলেও চলবে।


Jannatul
jannatul
485 Points

Popular Questions