Answered 2 years ago
সাধারণত চার ধরনের মাথা হয়। টেনশন হেডেক, মাইগ্রেন, সাইনাস ও ক্লাস্টার হেডেক। এর প্রতিটি কারন ভিন্ন। তবে ধরণ আলাদা। প্রতিটি কারন ই প্রতিকার যোগ্য শুধু ক্লাস্টার হেডেক অপ্রতিরোদ্ধ।
কিছু বিষয় মাথা ব্যথাকে জাগিয়ে তোলে যাকে ট্রিগার বলা হয়, যেমন তীব্র শব্দ মাইগ্রেনকে ও পানিশূন্যতা টেনশন ও সাইনাস হেডেক উদ্দীপ্তক হিসেবে কাজ করে।
তবে মূল কারন সম্ভবত nocieceptor নামক সেন্সরী নিউরন যা ব্রেইন ও স্পইনাল কর্ড এর চারপাশের মাংসপেশী হতে সংকেত গ্রহণ করে, যখন সেসব অঙ্গে কোন অস্বাভাবিক অবস্থা বিরাজ করে।
shuvo publisher