আমার বয়স ১৪ বছর, আমি আমার স্কুলের ফার্স্ট গার্ল এবং সবাই আমাকে আদর্শ স্টুডেন্ট হিসেবে চেনে। আপনি কি আমাকে কোনো উপদেশ দেবেন এই বয়সে?
0
0
1 Answers
3.3 K
0
Answered
1 year ago
আপনি এখন জীবনের অন্যতম ক্রিটিক্যাল একটা বয়সে আছেন। এই বয়সে অনেকেই অনেক ভালো ছাত্র এবং ভালো মানুষ থাকে কিন্তু কিছু কারণে পরবর্তীতে দেখা যায় তারা জীবনের সবচেয়ে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যায়। আপনাকেও কিছু বিষয় সবসময় মাথায় রাখতে হবে। যাতে করে জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে পারেন।
প্রথমত, আপনি এখন এমন এক বয়সে আছেন যখন বিভিন্ন রকম ভালো খারাপ আবেগ সবসময় ঘুরপাক খায়। এরমধ্যে আপনাকে ভালো আবেগ গুলো ধরে রাখতে হবে বাজে আবেগ বাদ দিতে হবে।
নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে।পড়াশোনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবেনা। আপনি অনেক ভালো পারলেও শিখার প্রতি প্রচন্ড ক্ষুধা থাকতে হবে। আপনার শিক্ষকে কখনো অসম্মান করবেন না। কোনোদিন ভুলেও কোনো গুরুজনের সাথে বেয়াদবি করবেন না। সহপাঠী ধনী কিংবা গরিব, দেখতে খারাপ কিংবা কুৎসিত, পড়াশোনা কম পারে কিংবা বেশি সবাইকে ভালো চোখে দেখবেন। সমাজের সকল পেশার মানুষকে সম্মান করবেন।
সর্বদা ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করবেন।
শুভ কামনা।
riakhatun publisher