Answered 2 years ago
আমরা কাছে এখন Blog site Monetization (Adsense Approved) করা সহজ ব্যাপার,তাই আমার কারণ আমি আমার দুটি সাইটকে Monetization করেছি। আমি আমার দুটি site Adsense approve করার সময় যে অভিজ্ঞতা অর্জন করেছি সেগুলি আপনার সঙ্গে শেয়ার করছি।
Adsense apply এর পূর্বে আপনার কী কী করণীয়:
এডসেন্সে জন্য আপনার সাইট apply এর পূর্বে যে যে বিষয় গুলির উপর লক্ষ রাখতে হবে সেই বিষয় গুলো নিম্নে বর্ণনা করা হলো-
প্রথমে আপনাকে আপনার ব্লগটিকে একটি userfendly theme দিয়ে কাস্টোমাইজ করতে হবে, যাতে আপনার ব্লগটি দেখতে সুন্দর লাগে।
পারলে একটি কাস্টম Domin (.Com, .in, .info, .org, .http://co.in) কিনে (buy) করে নেবে, ফলে আপনার সাইট অনেকটা প্রফেশনাল লাগবে। Domin কেনার জন্য Hostinger ব্যবহার করতে পারেন। Domin কেনার সময় আপনার Domin price এর উপর এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবেন যদি আপনি H10 প্রমোকোডে use করেন। আপনি যদি blogspot.com Domin use করেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। আমি আমার প্রথম ব্লগটি blogspot.com দ্বারা এডসেন্স approve নিয়ে ছিলাম।
আপনার সাইট-এ কিছু page অবশ্যই থাকতে হবে সেগুলো হলো- Contact us, About us, Privicy policy . এই page গুলো ছাড়া কখনো আপনার সাইট adsense পাবে না। অনলাইনে অনেক সাইট পেয়ে যাবে যেখানে Page generat করা হয়ে থাকে।
আপনার সাইট এমন কোনো কনটেন্ট লিখবে না যা google এডসেন্স নীতির বিরোধী।
আপনার সাইটে যখন 30 টি মতো unick আর্টিকেল পোস্ট করবে তার পরে এডসেন্স আর জন্য এপলাই করবেন। লক্ষ রাখবে যেনো আর্টিকেল গুলো তে মিনিমাম (minimum) 7,00 টি word থাকে।
আর্টিকেল এবং images অন্য কোথা থেকে কপি পেস্ট করবেন না কখনো।
আপনার সাইট টিকে Google search console এ index করবেন।
সাইট টিকে google analytics দ্বারা কানেক্ট করে নেবেন।
এই শর্ত গুলি আপনার সাইট আপনার সাইট মানে চলে আপনার সাইট অবশ্যই Monetize হবে
suriyamimpi publisher