আমার বোন ঝড়, তুফানের শব্দে প্রচন্ড ভয় পায়। ইয়ারফোন কানে লাগিয়ে অন্য কিছু শুনলেও ভয় ঠিকই থাকে। এর থেকে বাঁচার উপায় কী?

1 Answers   14.3 K

Answered 2 years ago

আপনার বোনের বয়স টি উল্লেখ করেননি, খুব সুবিধে হত। যাইহোক উনি যে বয়েস-এর ই হন না কেন উনি ভীতু মানসিকতা নিয়ে আছেন। আর এটি হয়তো ছোটো বেলা থেকে বা কোন ভয়ের ঘটনা থেকে হয়েছে। আমার মনে হয় প্রথম প্রথম আপনাদের উচিত ওনার সাথে কথা বলে ঝর তুফান এগুলোর সাধারন ব্যাখ্যা পরিস্কার করা। পরে তুফান হলে তার সাথে একসাথে বসে কথা বলা হাসি মজা করা, এসব করে ভয় টা কাটানো উচিত।


Bipul
Bipul652
294 Points

Popular Questions