আমার বোনের বয়স ১৬। সে আমার সামনে খুবই খোলামেলা পোশাকে থাকে এবং সে আমার সাথে খোলামেলা মিশতে চাই। এখানে আমার করণীয় কী?

1 Answers   13 K

Answered 1 year ago

আপনার বোনকে ইসলামের সংস্পর্শে আনুন। ইসলামিক কিছু বই থাকে হাদিয়া হিসেবে দিন। পর্দার বিধান সম্পর্কে তাকে অবগত করুন। অনেকে স্কলারদের পর্দা নিয়ে সুন্দর সুন্দর বয়ান আছে সে বয়ান গুলো তাকে শোনান। সে আপনার কাছে খোলামেলা পোশাকে আসলে আপনি তাকে ধমক দেন, বুঝিয়ে বলুন, সে যেন এভাবে চলাফেরা না করে। ইসলাম এটাকে সমর্থন করে না, সে যেনো সুন্দর চলাফেরা করে এবং আপনি নিজেকে তার থেকে হেফাজত করুন। সে এভাবে চলতে থাকলে হয়তো বড় ধরনের কোন অঘটন ঘটে যেতে পারে। তাই এখনই তাকে ইসলাম সম্বন্ধে অবগত করুন, পর্দার সম্বন্ধে অবগত করুন।
Mst Salma Khatun
mstsalmakhatun
408 Points

Popular Questions