আমার বোনের দেওর আমার কে হয়?

1 Answers   13.5 K

Answered 2 years ago

খুব পরিষ্কার উত্তর

তবুও জিজ্ঞাসা করছি কেন? মন দিয়ে ফেলেছেন নাকি ?।যাক আসল কথাতে আসি।

আজকাল পশ্চিমবঙ্গে বড় বোনের স্বামী কে আর জামাইবাবু বলতে শুনিনা।সবাই তাকে নামের পরে দাদা যোগ করে ডাকে। এবং জামাইবাবু তার সালকা কে বোনের চোখেই স্নেহ করেন। যেটা পূর্ব বঙ্গে অধুনা বাংলাদেশে দুলাভাই বলে সম্বোধন করেন।

এবারে ঝামেলাটা হচ্ছে এই জামাইবাবুর ভাই কে নিয়েই। এখানে যেহেতু দেবর বলেছেন অর্থাৎ বয়সে ছোট জামাইবাবুর থেকে। সেক্ষেত্রে সম্পর্কে আপনার দিদির ও ছোট।আপনি তার সম বয়সী হলে তাকে নাম ধরে বা যদি দেখেন বয়সে বড় তবে নামের পরে দাদা যোগ করতে পারেন যেটা বাংলাদেশে ভাইয়া বলে। তবে কিছু কিছু টিভি নাটকে দেখেছি বেয়ান/ বেয়াই বলে সম্বোধন করতে। দিদির দেবর আপনার ও আত্মীয় হয় ।

আজকাল তো এত ঝামেলাতে কেউ যায় না ।সোজাসুজি নামধরেই সম্বোধন করতে শুনি। তবে আপনার উত্তরের সঠিক প্রাপ্তি হলো কিনা বলতে পারবোনা।

Jannatul Porttasha
jannatulprottasha
96 Points

Popular Questions