আমার বেশি বেশি স্বপ্ন দোষ হয়, এটা কোনো রোগ নাকি? এর প্রতিকার কী?

1 Answers   6 K

Answered 2 years ago

স্বপ্নদোষ হলো একজন পুরুষের ঘুমের মধ্যে বীর্যপাতের অভিজ্ঞতা। এটাকে 'ভেজাস্বপ্ন'ও বলা হয়।১৩ থেকে ১৯ বছর বয়সী ছেলেদের এবং প্রাপ্তবয়স্ক হওয়ার প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ খুব সাধারণ। তবে বয়ঃসন্ধিকালের পরে যেকোনো সময় স্বপ্নদোষ হতে পারে। এটার সাথে যৌন উত্তেজক স্বপ্নের সম্পর্ক থাকতে পারে, আবার নাও পারে। আবার পুরুষদের উত্থান ছাড়াই স্বপ্নদোষ ঘটতে পারে। ঘুম থেকে জাগার সময় কিংবা সাধারণ ঘুমের মধ্যে যে স্বপ্নদোষ হয়, তাকে কখনো কখনো 'সেক্স ড্রিম' বলে।

যে কোন বিষয়ের অধিক্য খারাপ,সুতরাং রোগ বলা যেতে পারে।

প্রতিকার =}

1)প্রচন্ড স্বপ্ন দোষ,ফলে দুর্বলতা -নিচের মেডিসিন

ডোজ:-দিনে দুইবার দুটো টেবলেট।(1মাস)

2)স্বপ্ন দোষ,প্রসাবদার জ্বালা ,দুর্বল,চোখ মুখ ঢোকা। নিচের ঔষধ -

ডোজ:-দিনে দুইবার 10 ফোটা 1/2 কাপ জলসহ।(1মাস)

Saker
Saker
463 Points

Popular Questions