Answered 2 years ago
ভীষণ গুরুতর সমস্যা হতে পারে। এর ফলে আমেরিকা, ভারত, চীন, জাপান, রাশিয়ার বিদেশনীতি বদলে যেতে পারে, পৃথিবী জুড়ে কোভিডের উৎপাত বাড়তে পারে, নাসার মহাকাশ গবেষণা ব্যাহত হতে পারে, সমুদ্রের জল শুকিয়ে যেতে পারে, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমান কমে যেতে পারে, এমনকি অনেকে এও আশঙ্কা করছেন যে এর ফলে পৃথিবী তার কক্ষপথ থেকে ছিটকে যেতে পারে। খুব দুরূহ সমস্যা মশাই। কি যে করা যায় তাই ভাবছি। বড় বড় দেশগুলো এনিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন ডেকেছে। গোটা পৃথিবী বেড়ালের কিসমিস খাওয়ার সম্ভাব্য বাটারফ্লাই এফেক্ট নিয়ে চিন্তিত । গোটা দুনিয়া তোলপাড় । দেখা যাক এই সম্মেলনে কোনো সমাধান বেরোয় কিনা। প্রার্থনা করুন যেন একটা সমাধান পাওয়া যায়।
Himel Ahmed publisher