আমার বিবাহিত মেয়ে পছন্দ। এটা কি আতঙ্ক নাকি স্বাভাবিক?

1 Answers   3.5 K

Answered 2 years ago

আমার মতে এটা অস্বাভাবিক নয়। কারণ আপনি হয়তো এখনো কোনোরকম প্রেমের সম্পর্কে জড়াননি , এজন্য আপনার মনে বিবাহিতাদের প্রতি আকর্ষণ বেশি। অথবা আপনার পরিবারের সিনিয়র নারী সদস্যদের সাথে খোলামেলাভাবে মেলামেশায় আপনি অভ্যস্ত। এতে আপনার মনে হতেই পারে যে বিবাহিতরাই হয়তো আপনার জন্য যোগ্য। তবে একজন মুসলিম হিসেবে আমি আপনাকে বলব যে কখনো কোনো বিবাহিত মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াবেন না। যদি একান্তই ইচ্ছা থাকে , তাহলে ডিভোর্সী বা বিধবা কোনো মেয়েকে বিয়ে করুন।তখন তো আর মনে হয় আপনি সেটা করবেন না। তবে অনুরোধ রইলো যে অন্যের স্ত্রীকে অপবিত্র করবেন না। পারলে কোনো বিধবা বা ডিভোর্সী নারীকে বিয়ে করে তাকে আর্থিক বিপদ ও অনটন থেকে রক্ষা করুন।

আমি আপনাকে কোন অসম্মান করতে চাইনি। ভুল হলে ক্ষমা করবেন


Nahema
nahemakhatun
394 Points

Popular Questions