আমার বাড়ির আশেপাশে অনেক শব্দ, তাই পড়ালেখায় অনেক সমস্যা হয়। বাসা পরিবর্তন করা সম্ভব না। আমি কী করতে পারি?

1 Answers   4.1 K

Answered 2 years ago

'ইয়ার প্লাগ' ব্যবহার করতে পারেন, এটা অনেক কার্যকরী। কোনো ক্ষতিকর দিক আছে কি না সেটা সঠিক জানা নেই আমার, কোথাও দেখিনাই এখন পর্যন্ত ক্ষতিকর কিছু। এমনকি আমি নিজেও মাত্র একবার ব্যবহার করেছিলাম যেটা বিমানে দিয়েছিল। শব্দ অনেকটাই প্রতিরোধ করতে পারে মোটামুটি ৬০/৭০ % এর মত। কোথায় কিনতে পাবেন সেটাও জানা নেই তবে মোবাইলের পার্টস, ইয়ারফোন, মিনি স্পিকার বিক্রি করে এ জাতীয় দোকান গুলোতে খোঁজ করলে পেতে পারেন। তবে হ্যাঁ, দারাজে এভাইলেবল। যদিও ঠিকঠাক পণ্য পাবেন কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
Salmon Muqtadir
salmon
246 Points

Popular Questions