আমার বাসার আশেপাশে কোন কোম্পানির মোবাইল নেটওয়ার্ক ভালো, তা জানার উপায় আছে কি?

1 Answers   5.3 K

Answered 2 years ago

জি আছে! আপনি গুগল প্লে স্টোর থেকে

Network Cell Info,

Network Monitor

Network Signal Info

এই অ্যাপ গুলো ডাউনলোড করে ইন্সটল করুন। ইন্সটল করার পর মাইনাস যতো কম সংখ্যা দেখবেন নেটওয়ার্ক সিগনাল শক্তি ততো ভালো! অ্যাপ গুলোর ম্যাপ থেকে আপনি দেখতে পারবেন আপনার এলাকায় আপনার মোবাইল অপারেটর এর কয়টা টাওয়ার আছে, কতো দূরে আছে, কোন টাওয়ার থেকে আপনার মোবাইল সিগনাল নিচ্ছে। বি.দ্রঃ একই এলাকায় অনেক বেশি ব্যবহারকারী থাকলে মোবাইলের সিগনাল একেক সময় একেক টাওয়ার থেকে সেরা সিগন্যালটি বেছে নেয়। কখনো সুনির্দিষ্ট একটি টাওয়ার থেকে নেয় নাহ। আর পুরো এলাকায় একটি মাত্র টাওয়ার থাকে তখন শুধুমাত্র সেই টাওয়ার থেকে!

এখন আপনার এলাকায় কোন কোম্পানির মোবাইল নেটওয়ার্ক ভালো সেইটা জানার জন্য আপনাকে সব মোবাইল অপারেটর এর সিম এই অ্যাপ গুলো দিয়ে পরীক্ষা করতে হবে।

উপকৃত হলে আপভোট দিতে পারেন।


Rita khatun
ritakhatun
491 Points

Popular Questions