Answered 2 years ago
উত্তর টা আমি দুই রকম ভাবে দিবো। কলকাতা আর বাংলাদেশের মধ্যে খুব একটা প্রার্থক্য নেই। রাস্তাঘাট, মানুষজন, দোকানপাট সবই একরকম। রাস্তায় জ্যাম। প্রচুর মানুষ। যেখানেই যাবেন প্রচুর মানুষ। শহরে বড় বড় বিল্ডিং। শপিংমলের অভাব নেই। রাস্তায় গাড়ি, বাস, রিকসা। ফুটপাত দখল। প্রতিটা ফুটপাতে চায়ের দোকান। রাস্তায় ভিক্ষুক। রাস্তায় আখের রস পাবেন। অকারনে গাড়ি, বাস, বাইক- ড্রাইভার হর্ন দিতেই থাকে। যে রাস্তায়'ই যাবেন দেখবেন, ধুলো ময়লা। শহরে ধনী শ্রেনী আছে। দরিদ্র শ্রেনি আছে। ভালো মানুষ আছে। আছে খারাপ মানুষ। চোর আছে। ছিনতাইকারী আছে। সৎ মানুষ আছে, অসৎ মানুষও আছে।
আমি তিন বছর আগে কলকাতা গিয়েছিলাম। ৫ দিন ছিলাম। বউ নিয়ে গিয়েছিলাম। নিউ মার্কেট গেলাম। অনেক কেনাকাটা করলাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল গেলাম। বিগ বাজার গেলাম। কফি হাউজ গেলাম। পাতাল ট্রেনে গেলাম। শান্তিনিকেতন গেলাম। জোড়া সাঁকো গেলাম। আরও কোথায় কোথায় যেন গিয়েছি। পাঁচ দিনে আমি এক লাখ টাকা খরচ করেছি। কেনাকাটাই বেশি করেছি। ভিসা করলাম। ছয় মাসের ভিসা দিয়ে দিলো। বাসে করে চলে এলাম কলকাতা। পরিচিত দুইজন মানুষের সাথে দেখা করলাম। সব মিলিয়ে ভালোই লেগেছে। আসলে আমি কলকাতার লেখকদের বই খুব পড়ি। হোটেল ভাড়াতে আমার অনেক টাকা চলে গেছে।
যাই হোক, বাংলাদেশে এলে আপনার মনেই হবে না অন্য কোনো দেশে এসেছেন। একদম কলকাতার মতোন সবকিছু। ঢাকা শহরে দেখার তেমন কিছু নেই। চিড়িয়াখানা, যাদুঘর, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সংসদ ভবন। বসুন্ধরা মার্কেট ইত্যাদি। সুন্দরবন যেতে পারেন ভালো লাগবে। কক্সবাজার যেতে পারেন। বান্দরবান যেতে পারেন। সিলেট যেতে পারেন। নতুন দুটা জিনিস হচ্ছে- পদ্মাসেতু এবং মেট্রোরেল। তবে বাংলাদেশের চেয়ে কলকাতায় দেখার জিনিস বেশি। এজন্য বাংলাদেশীরা খুব বেশি কলকাতায় যায়। করোনা প্রায় শেষ। সেদিন দেখলাম হাজার হাজার মানুষ ইন্ডিয়ার ভিসার জন্য লাইন ধরেছে। ইন্ডিয়ার সেম্পু, ক্রীম, বডি স্প্রে, জামা কাপড় ইত্যাদি জিনিসের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ আছে।
বাংলাদেশ থেকে অনেকে লেখাপড়া করতে কলকাতা যায়। যাতায়াত খরচ খুব বেশি না। আপনি ৫০ হাজার টাকা সাথে রাখলে ৫ দিন নিশ্চিন্তে বেড়াতে পারবেন। ভিসা করে ফেলুন। গেদে বর্ডার দিয়ে চলে আসুন। অথবা বনগাঁ দিয়েও আসতে পারেন। প্লেনে করেও চলে আসতে পারেন। ভাড়া মনে হয় পাঁচ হাজার টাকা লাগবে। আপনি একা না এসে সাথে করে একজন বন্ধু নিয়ে আসবেন। কারন যে একা সে-ই সামান্য। বাংলাদেশে এলে আমার সাথে দেখা করবেন। আমার বাসায় আসবেন। আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম। কলকাতা এবং ঢাকার মানুষ বন্ধু। আমরা আপনাদের সব সময় বন্ধু মনে করি। ভালোবাসি।
rakibafsar publisher