আমার বসকে আমি ইস্তফা (রিজাইন) দেওয়ার কথা বললে তিনি বেতন বাড়িয়ে দ্বিগুণ (আসলে দেড়গুণ) করার প্রস্তাব দিয়েছেন, এ অবস্থায় আমার কী করা উচিত হবে?

1 Answers   4.2 K

Answered 2 years ago

একবার যেহেতু বসকে রিজাইন দেয়ার কথা বলেই ফেলেছেন, সেক্ষেত্রে রিজাইন দিয়ে দেয়াই আমি উত্তম বলে মনে করি। কেন? সেই উত্তরে আসছিঃ

জ্ঞানী ব্যক্তিরা বলে, "মানুষ চাকরি পরিবর্তন করে না,বস পরিবর্তন করে"। আপনি যখন রিজাইন দেয়ার কথা চিন্তা করেছেন, কেন সেই চিন্তা করেছেন ভাবুন। যদি সেটির স্বপক্ষে শক্তিশালী যুক্তি না থাকে তাহলে নিজের সিদ্ধান্তে অটল থাকুন।

দ্বিতীয়ত, বেতন বাড়াবে বলেছে ভালো। নেক্সট ইনক্রিমেন্টের সময় সেই বেতন বাড়াবে, নাকি এখনই বাড়াবে সেটাও বিবেচনা করা জরুরি। নেক্সট ইনক্রিমেন্টের সময় কী জানুয়ারী-২১ নাকি জুলাই-২১ ?

তৃতীয়ত, আপনি যদি অন্য আরেকটা ভালো চাকরি পেয়ে থাকেন, সেক্ষেত্রে বর্তমান চাকরি ছেড়ে দিতে পারেন, যেহেতু আপনি বসকে ইস্তফা দেয়ার ব্যাপারটা জানিয়েছেন। যদি চাকরি নাও পেয়ে থাকেন, ৩ মাস নিজের খরচ চালানোর মত টাকা সঞ্চয়ে থাকলেও চাকরি ছেড়ে দিতে পারেন।

পরিশেষে বলবো, "মানুষ দাঁত থাকিতে দাঁতের মর্যাদা দেয় না।" কোম্পানিও ভালো কর্মীদের ক্ষেত্রে 'দাঁতের' মত আচরণ করে।


Prema Islam
premaislam
445 Points

Popular Questions