আমার বর্তমান রোল ৯। আমি ছোটবেলা থেকে ভালো রেজাল্ট করে আসছি, তার মানে আমি কি মেধাবী?

1 Answers   14.2 K

Answered 2 years ago

রোল নম্বর দিয়ে কি আর মেধা প্রকাশ পায়? পায় না। আপনার বয়স কত? এখন কিসে পড়ছেন? অনেক ভালো ছাত্রছাত্রী আছেন, তাঁরা প্রতি বছর প্রথম বা দ্বিতীয় হয়। তাদের যদি একটা আম গাছে উঠতে বলা হয়- তাঁরা পারে না। কিন্তু গ্রামের একটা ছেলে লেখাপড়া করে না। কিন্তু অতি সহজেই যে কোনো গাছে উঠে যেতে পারে। আপনি লেখাপড়ায় ভাল। তাই ভাল রেজাল্ট করছেন। স্কুল কলেজের লেখাপড়া দিয়ে আসল মেধা প্রকাশ পায় না। বাস্তব জীবনে এসে মেধার প্রকাশ পায়। বাস্তব জীবন বড় কঠিন।

আপনি তখনই মেধাবী হবেন যখন আপনি আপনার বাবা মায়ের স্বপ্ন পূরন করতে পারবেন। তারপর সমাজের জন্য ভাল কিছু করবেন। তার আগে আপনাকে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। স্কিল বাড়াতে হবে। এজন্য প্রচুর পড়াশোনা করতে হবে। ভ্রমন করতে হবে। সব শ্রেনীর মানুষের সাথে মিশতে হবে। অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জীবনের সবচেয়ে বর সম্পদ হচ্ছে জ্ঞান। জ্ঞান অর্জন করতে হয়। দিন শেষে জ্ঞানীরা সফলতা পায়।

আপনাকে একটা ছোট গল্প বলি। এক চিত্র শিল্পী একজন ফেরেশতার ছবি আঁকবেন। সে সারা দুনিয়া ঘুরে ঘুরে ফেরেশতা খুঁজতে লাগলো। কিন্তু কোথাও ফেরেশতা খুঁজে পেলো না। শেষে একজন বললেন, ছোট ছোট বাচ্চারাই তো ফেরেশতা। চিত্র শিল্পী এক ছোট বাচ্চার ছবি অংকন করলেন। ছবির ক্যাপশন দিলেন- ফেরেশতা।

এই শিল্পীই বহু বহু বছর ইচ্ছা হলো- এক শয়তানের ছবি আঁকবে। সে শয়তাম খুঁজতে লাগলো। অথচ কোথাও শয়তান খুঁজে পেলেও না। শেষে একজন মানুষকে খুঁজে পেলো, সে দেখতে শয়তানের মতো। সারা শরীরের চামড়া কুচকে গেছে। বড় বর নখ। নখে ময়লা। লাল চোখ। মুখ থেকে সারাক্ষণ লালা ঝরছে। লোকটাকে দেখলেই ভয় লাগে। যেন একদম শয়তান। চিত্র শিল্পী তার ছবি আকলো। ছবির ক্যাপশন দিলো- শয়তান।

দেখা গেলো- এই শিল্পী বহু বছর আগে যে বাচ্চার ছবি তুলেছিলো- ফেরেশতা মনে করে, আজ যার ছবি আকলো শয়তান মনে করে তাঁরা একই মানুষ। অর্থ্যাত আজ যে ভাল, আগামীকাল সে না-ও ভাল হতে পারে। আজ যে মেধাবী, আগামীকাল সে না-ও মেধাবী থাকতে পারে। মেধাবী হতে হলে জ্ঞানের চর্চা অব্যহত রাখতে হবে।

Suriya Mimpi
suriyamimpi
306 Points

Popular Questions