আমার বয়স 19। কিন্তু এই বয়স এ দাড়ি লাল রঙের হয়ে যাচ্ছে। পাকার মত। এখন কী করতে পারি?

1 Answers   11.8 K

Answered 2 years ago

প্রয়োজনীয় পুষ্টির অভাবে মাথার চুল, দাড়ি ও ছোট গোঁফ লাল হয়ে যেতে পারে।

ইউক্যালিপটাস তেল: বাজারে ইউক্যালিপটাস তেল সহজেই কিনতে পারবেন। এই তেল অ্যান্টি-ব্যাকটিরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল। দাড়ি দ্রুত বড় হতে এবং দাড়ির লালচে ভাব দূর করতে সাহায্য করে। ছয় চা চামচ অলিভ অয়েলের সঙ্গে ২-৩ ফোঁটা ইউক্যালিপটাস অয়েল ভাল করে মিশিয়ে নিন। তারপর সেটা দাড়িতে হালকা হাতে মাসাজ করে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

Md. Nahid Hasan
mdhasan
276 Points

Popular Questions