আমার বয়স ২০ আমার লিঙ্গ ছোট (3.50) ইঞ্চি, এতে কি কোন সমস্যা হবেে?

1 Answers   10.1 K

Answered 2 years ago

এই প্রশ্নে একটু প্রাপ্তবয়স্ক উত্তর দিতে হবে।

২০ বছর বয়স থেকেই এই চিন্তা মাথায় এলো কিভাবে? পর্ণগ্রাফি দেখেই নিশ্চয়ই এসব ধারনা হয়েছে, যার যত বড় পেনিস তার বউ তত সুখী।

যারা বলে সেক্সের জন্য লিঙ্গ এত ইঞ্চি হলে স্ত্রী বেশি সুখ পায় তারা অজ্ঞতা থেকে এসব কথা বলে। পর্ণগ্রাফি দেখে তাদের এই ভুল ধারনা হয়েছে।

মহিলাদের যোনী এমনভাবে থাকে, যে কোন সাইজের লিঙ্গ যোনীর ভিতরে আরামসে ঢুকে যায় যদি সে প্রাপ্তবয়স্ক হয় ও উত্তেজিত থাকে তবে।

যদি অপ্রাপ্তবয়স্ক হয় এবং ঠিকভাবে উত্তেজিত করা না হয় ফোরপ্লে / রতিক্রিয়া করে তবে মেয়েটা প্রচন্ড কষ্ট পায় এবং রক্তক্ষরনে মারাও যেতে পারে।

তাই বলা হয় মেয়ের বয়স কমপক্ষে ১৮ না হলে সে বিয়ের জন্য অনুপুযুক্ত। আসলে এটা একটা গড় বয়স ধরে নেয়া হয়েছে। কারো ১৬ বছরেই শরীর মহিলাদের মতো হয়ে যায় আবার কারো ২১ বছরেও কিশোরীদের মতো থাকে৷ সাধারনভাবে মেয়েদের জন্য ১৮ নির্দিষ্ট করে দেয়া হয়েছে কারন এই বয়সে মেয়েটাকে শারীরিক ও মানসিকভাবে বিয়ের জন্য ফিট মনে করা যায়। এরপরেও আসলে ২১/ ২২ বছরের আগে মেয়েদের বিয়ে করা বা বিয়ে দেয়া উচিত না। নিরাপদ থাকতে ২১ থেকে ৩০ বছর হচ্ছে মেয়েদের বিয়ে করার উপযুক্ত বয়স। পরে করলে বাচ্চা নিতে সমস্যা হয় অনেক মেয়েদের।

এখন প্রশ্ন হচ্ছে স্বামীর ওটা মানে লিঙ্গ কত ইঞ্চি হলে মেয়েদের কোনো সমস্যা হয় না? এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর নেই তবে স্বামীর সাইজটা যদি ৩ ইঞ্চি হয় তবুও সে তার নিজ স্ত্রীর কাছে হিরো হতে পারবে আর যদি কারো ৭ ইঞ্চিও হয় তাহলে স্ত্রীর কাছে হিরো হতেও পারে আবার যন্ত্রনার কারনও হতে পারে।

পুরুষের পেনিস যদি একেবারে মাইক্রো পেনিস বা অত্যধিক ছোট যাকে বলে যেমন ২ ইঞ্চিরও ছোট তবে সমস্যা। এর কারন হচ্ছে, ভিতরে প্রবেশ করানোর কিছু নেই কিন্তু এই ধরনের সাইজ ১ লাখে ১ জনও না। এই ধরনের পেনিস থাকলে সে শারীরিক বিকলাংগতায় ভুগছে। সে প্রতিবন্ধী কিন্তু সাধারন পুরুষদের ৩ ইঞ্চির উপরেই সাইজ হয়ে থাকে উত্থিত বা শক্ত অবস্থায়। মনে রাখতে হবে, ফ্ল্যাসিড বা নেতিয়ে থাকা অবস্থার সাইজ যদি ২ ইঞ্চি হয় আর শক্ত অবস্থায় ৫ ইঞ্চি হয় তবে তার আসল সাইজ ২ ইঞ্চি না, তার সাইজ ৫ ইঞ্চি।

আসলে ৩.৫ ইঞ্চি দিয়েও আপনি আপনার স্ত্রীকে পূর্ন সুখ দিতে পারবেন।

যেটা ইমপর্টেন্ড সেটা হচ্ছে স্ত্রীকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এবং স্ত্রীকে সেক্সের সময় প্রচুর আদর চুম্মন করে উত্তেজিত করতে হবে। তাহলেই শক্ত অবস্থায় ৩.৫ ইঞ্চি সাইজেও পুরো সুখ পাবে। ছোট হলেই বরং ভালো। বেশি বড় হলেই বরং সমস্যা। বেশি ভিতরে চলে গেলে মেয়েদের যোনীতে অনেক ব্যাথা করে। তাই চিন্তার কিছু নেই। সাধারন পুরুষের ৩.৫ ইঞ্চি পেনিসেও বউ সুখী থাকে। ৭ ইঞ্চি লাগে না।

এসব নিয়ে চিন্তা আরেকটু বয়স হলে করবেন। আরও ৫ / ৬ বছর পরে যখন বিয়ে করবেন। আর বিয়ের আগে পড়াশুনাটা ঠিকভাবে করে একটি চাকরী নিয়ে স্বাবলম্বী হন। পরে বিয়ে করে বউ ঘরে তুলুন।

Anaf Khan
anafkhan
406 Points

Popular Questions