আমার বন্ধু আমার ব্যবসায়ে বিনিয়োগ করতে আগ্রহী। তার কাছ থেকে টাকাটা কিভাবে নিতে পারি?

1 Answers   2 K

Answered 2 years ago

একজন অনুমোদিত অডিটরের পরামর্শ নিন। বন্ধুর সাথে লিখিত চুক্তি করুন। হিসাবপত্র কিভাবে রাখবেন অডিটরের কাছ থেকে লিখিত ভাবে নিন, আর হিসাবরক্ষণ কিভাবে হবে তা চুক্তিপত্রের এনেক্স হিসাবে অন্তর্ভূক্ত করুন। বন্ধুকে নিয়মিত ভাবে ব্যবসা পরিচালনায় অংশ নিতে বলুন। প্রতিমাসের কমপক্ষে একবার বন্ধুকে হিসাবদেখান। আর তার লিখিত সম্মতি বা অনুমোদন নেন।

এই গল্প আমরা জানিঃ বন্ধু অর্থ দুইই মোর ছিলো এককালে; দিনু ঋণ সেই অর্থে বন্ধু যা চাহিলে। বন্ধু কাছে সেই অর্থ চাহিবার ফলে, বন্ধু অর্থ দুইই মোর গেল এক কালে।

কিন্তু বন্ধুরা যখন বিনিয়োগ করবেন সেটা হবে যান্ত্রিক ব্যবসা, সবকিছু চলতে হবে যন্ত্রের মত। বন্ধুত্ব এখানে বিবেচ্য নয়।


Tripty Khan
triptykhan
581 Points

Popular Questions