আমার বউ এর পেট ফেটে গেছে, বেবি হবার পর কী করতে হবে?

1 Answers   13.1 K

Answered 2 years ago

আপনি যখন শিশু ছিলেন, যখন ঠিকমত হাঁটতে পারতেন না, তখন নিশ্চয়ই খুব সুন্দর নাদুস নুদুস একটা বাচ্চা ছিলেন। সবাই আপনাকে দেখে বলত কি সুন্দর ফুটফুটে বাচ্চা। তো আপনাকে যদি বলা হয় আবার বাচ্চা হয়ে যাবেন আর সারা জীবন ঐরকম বাচ্চা হয়েই থাকবেন, তাহলে কি রাজি হবেন? আপনার কথা আমি জানি না, আমি রাজি হব না আর আমি মনে করি কোন সুস্থ মনের মানুষ তাতে রাজি হবে না।


এর সাথে আপনার বউ এর পেটে গর্ভের দাগ পরার কি সম্পর্ক তা একটু পরেই বলব। মানুষের বিভিন্ন বয়সে তার বিভিন্ন রূপের সৌন্দর্য তৈরি হয়। এই নতুন সৌন্দর্যকে তার মত করে গ্রহন করতে হয়। নিঃসন্দেহে যৌবনের রূপ একজনের জীবনে সবচেয়ে সুন্দর রূপ হবে এটাই স্বাভাবিক। কিন্তু সেটাই সবসময় সত্য না। দেখুন আপনার স্ত্রীও একদিন ষোড়শী সুন্দরী ছিলেন। হয়ত তখন আপনার সাথে তার বিয়ে হয়নি। আর হলে আপনি জানবেন যে তিনি তখন অন্যরকম সুন্দরী ছিলেন। তারপর তরুণী হলেন। তখন একরকম সুন্দরী হলেন আর যখন যুবতী হলেন তখন আরেকরকম শরীরের গঠন তৈরি হল তার আর অন্যরকম একটা সৌন্দর্য তৈরি হল।


মানুষের বয়সের সাথে সাথে তার শরীরের গঠন বদলায় আর বিভিন্ন বয়সে তার বিভিন্ন সৌন্দর্য প্রকাশ পায়। কাউকে কিশোর বয়সে যুবরাজ মনে হলেও যৌবনে একটা আলুর বস্তা মনে হয়। কাউকে শৈশবে মরা কঙ্কাল মনে হলেও যৌবনে রাজকুমারী মনে হয়।


আপনি আর আপনার স্ত্রী যখন এই গর্ভের দাগ নিয়ে চিন্তিত তখন উন্নত দেশের কোন নায়িকা হয়ত তার প্রথম সন্তান হবার পর এই দাগকে টাইগার স্ট্রাইপের সাথে তুলনা করছে আর তার মেক আপ আর্টিস্টরা সুন্দরভাবে সেটাকে তার নতুন রূপের সাথে মানিয়ে নিয়েছে। এমনকি কিছু ট্যাটু একে সেই স্ট্রাইপকে আর্ট বানিয়ে ফেলেছে।

এই দাগ কোনদিন যাবে না। কিন্তু এগুলোকে আপনারা চাইলেই খুব সুন্দর করে সাজিয়ে একটা সুন্দর রূপ দিতে পারবেন। হয়ত সেটা আপনার স্ত্রীর যৌবনের রূপের চাইতেও বেশি সুন্দর হবে। হয়ত ততটা হবে না, কিন্তু এখনকার মত বিশ্রী লাগছে বলে দুশ্চিন্তা করতে হবে না। লিপস্টিক ঠিকমত লাগাতে না পারলেও সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিশ্রী লাগে। এগুলোকে ঈশ্বরের দেয়া ট্যাটু মনে কারে সুন্দর করে সাজিয়ে নিন। যে বয়সে ঈশ্বর বা প্রকৃতি যে রূপ সৌন্দর্য দেয় সেটাকেই স্বাদরে গ্রহণ করে নিন। দেখবেন আরও বেশি সুন্দর করে তুলতে পারবেন।


স্কিন এর চিকিৎসকের সাথে পরামর্শ করলে এমন কিছু ওষুধ দিতে পারবে যা কুচকে যাওয়া চামড়াকে অল্প দিনেই আবার মসৃণ করে দেবে। তখন এই দাগগুলো আসলেই বাঘিনীর ডোরা কাঁটা দাগ মনে হবে। আর ট্যাটু আর্টিস্ট এর কাছে গেলে এগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে দিতে দিতে পারবে। মুল চ্যালেঞ্জটা হল কুচকে যাওয়া ত্বক আবার মসৃণ করে ফেলা। এটি করতে পারলে দাগ খুব একটা সমস্যা না। আর আপনারা ঠিকমত চিকিৎসকের পরামর্শ নিয়ে যত্ন নিলে আবার ত্বকের মসৃণতা ফিরে আসবে। আর এরপর আরও কয়েকবার মা হলেও আর প্রথমবারের মত সমস্যা হবে না।

আর তাতেও ভালো না লাগলে প্লাস্টিক সার্জারির দ্বারস্থ হতে পারেন।

আমার অন্যান্য উত্তর পড়তে এই মঞ্চ অনুসরন করুন।


Anika
Anika
297 Points

Popular Questions