আমার ফোন থেকে যদি কিছু মুছে যায় সেটা সেটিংসে গিয়ে কিভাবে ফিরে পাবো?

1 Answers   9.9 K

Answered 2 years ago

আসসালামুয়ালাইকুম ফোন মেমোরি থেকে কিছু ডিলিট হয়ে গেলে সেটা বিন/ট্রাশে পাবেন সেখান থেকে ডিলিট করে দিলে আর পাওয়া যাবে না কোনোদিন, এছাড়া যদি আপনার গুগল ফটোস এপসে অটোমেটিক আপডেট হয়ে থাকে ওখানে আপনার বিগত সব ছবি পাবেন ডাউনলোড করে নেন।

যদি মেমরি কার্ড থেকে কিছু ডিলিট করেন সেটা আপনার ফোন দিয়ে ব্যাক আপ করার সুযোগ নেই যদিও বিভিন্ন সফটওয়্যার আছে কিন্তু ততটা কার্যকর না,,,, তবে মেমরি কার্ড থেকে ডিলিট ফাইল ব্যাক নেওয়ার জন্য কিছু স্পেশাল ব্যাক আপ করার জন্য কম্পিউটারের দোকান আছে ওখানে গেলে আপনার মেমরি ফরমেট হলেও সবকিছু ফিরিয়ে আনা যাবে। ধন্যবাদ


Fiaz Fuad
fiazfuad
381 Points

Popular Questions