আমার ফোন ট্রেন হতে চুরি হয়ে গেছে, আমি এখন কী করবো এবং আমার ফোন কি আমি আবার ফিরে পাবো?

1 Answers   14.5 K

Answered 3 years ago

জানা নেই আপনার কোন স্টেশন থেকে ফোন চুরি হয়ে গেছে।আপনি দ্রুত রেল পুলিশ এর সাথে যোগাযোগ করুন।আরপিএফ এর সাথে,প্রত্যেক রেল স্টেশন এ আরপিএফ থাকে।

১টি অ্যাপ্লিকেশন লিখিত ভাবে জমা দিন, রিসিপ কপি নেবেন অবশ্যই। আপনার চেনা জানা যদি কোনো রেল কর্মী থাকে তবে অবশ্যই তার সাহায্য নিন।

ফোন এর কাস্টমার কেয়ার এ কল করে সিম গুলোকে বন্ধ করে দিন।

আমার সাথে একবার আর আমার হাসব্যান্ড এর সাথে একবার এমন হয়েছে ফোন পায়নি ফেরত কিন্তু কমপ্লেইন করে রাখলে ফোন এবং সিম এর যদি কেউ খারাপ ভাবে ব্যাবহার করে তবে আপনার সমস্যা হবে না।

চেষ্টা করলে অবশ্যই পেতে পারেন ফোন টি।

Hossain Kabir
hossainkabir
303 Points

Popular Questions